চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে বেসরকারি ১৯টি অফডক থেকে আমদানি করা সব ধরণের পণ্য সংরক্ষণ ও খালাসের অনুমতি দিয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ অফিস আদেশ জারি করা হয়।
চট্টগ্রাম বন্দরে বর্তমানে ধারণ ক্ষমতার অতিরিক্ত মোট ৪৯ হাজার ২২৭টি কনটেইনার রয়েছে। এ অবস্থায় বন্দরে জাহাজ থেকে কনটেইনার খালাসসহ সার্বিক অপারেশন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকট নিরসনে সব পণ্য বেসরকারি আইসিডিতে সংরক্ষণ ও খালাসের অনুমতি দিয়ে আজ নতুন অফিস আদেশ জারি করে এনবিআর।
আগামী জুন পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন আমদানিকারকরা বলে আদেশে জানানো হয়।
এর আগে পূর্ববর্তী অফিস আদেশে নতুন ৬টিসহ মোট ৪২টি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি আইসিডিতে নেয়া ও খালাসের অনুমতি দেয়া হয়। স্বাভাবিক সময়ে বেসরকারি আইসিডিগুলো আমদানি করা ৩৮ ধরনের পণ্য সংরক্ষণ ও খালাস করতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার এনামুল করিম।
কোভিড নাইনটিনের কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়েছে।