চট্টগ্রামের বাকলিয়া থানার অভিযানে কোটি টাকা আত্মসাতের ১৫ টি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী কে ঢাকা থেকে গ্রেফতার।
স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
চট্টগ্রাম সিএমপি বাকলিয়া থানায় সহ অন্যান্য থানায় মূলতবী থাকা ১৫টি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী জসিম উদ্দিন কে ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়স্থ একুশে টিম্বার নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ।
জানা যায় যে, সে ব্যবসার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে চেক জামানত রেখে টাকা নিয়ে পরবর্তীতে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। পাওনাদারেরা প্রতারণার শিকার হয়ে আদালতের আশ্রয় নেয় এবং তার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় তাকে সাজা প্রদান করে ১৫ টি সাজা পরোয়ানা ইস্যু করেন। আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম শহর থেকে পালিয়ে ঢাকা মহানগরীতে ছদ্মবেশে আশ্রয় নেয়।
বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন যাবত গোপন তথ্য সংগ্রহ করে আসছিল । আসামীর ঢাকায় অবস্থানের তথ্য পেয়ে বাকালিয়া থানার চৌকস একটি টিম বিগত তিন দিন যাবত ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড সহ আর্থিক জরিমানা প্রদান করে। তাকে গ্রেফতারের খবর শুনে প্রতারণার শিকার ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং বাকলিয়া থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।