ভারতের গুজরাটে আঘাত হানতে যাচ্ছে ২০ বছরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় বায়ু। বৃহস্পতিবার সকালে ঘণ্টায় ১৫৫ থেকে ১৭৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি পোরবন্দরে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
এর প্রভাবে এরইমধ্যে গুজরাটের উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে গুজরাট বিমানবন্দর। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাত্রা। সরিয়ে নেয়া হয়েছে তিন লাখেরও বেশি মানুষকে। নিরাপদ আশ্রয়ে রয়েছে মাছ ধরার ট্রালারসহ অন্যান্য নৌযান।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দুর্গত এলাকায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা এবং বিমানবাহিনী। গত মে মাসের শুরুর দিকে ভারত এবং বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়।