ঘরের মাঠে দীর্ঘ ২৪ বছর পর টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছ থেকে হোয়াইটওয়াশ এর স্বাদ পেল ভারত। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার প্রথম দল হিসেবে ভারতকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করার ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (৩ নভেম্বর) ২৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২১ রানে অলআউট করে দিয়েছে তারা। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর কিউইরা পুনেতে ১১৩ রানে জিতেছিল। আর এবার তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে এমন ঐতিহাসিক জয় এনে দেয়ার পথে দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। কিউই এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ৬ উইকেট। এতে দারুণ এক মাইলফলকও গড়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফাইফার নেয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার। এর আগে এই কীর্তি ছিল কেবল ড্যানিয়েল ভেট্টোরি এবং মিচেল স্যান্টনারের।
ভারতের উইকেট হারানোর শুরুটা হয় রোহিত শর্মাকে দিয়ে, তিনি দলীয় ১৩ রানেই ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিস্পের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন। এরপর স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই আউট হন শুবমান গিলও। দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলিও, ১ রান করে অ্যাজাজ প্যাটেলের বলে মিচেলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর যশ্বসী জয়সোয়াল ও সরফরাজ খান আউট হন ২ বলের ব্যবধানে। ফলে ৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরপর যা হওয়ার তাই হলো একে একে সবকয়টি উইকেট হারিয়ে ভারত পায় হোয়াইটওয়াশ এর স্বাদ।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি