বিশ্বব্যাপী মহামারী ছড়ানো করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও গোবর ও গোমূত্রে এই রোগ সারবে বলে মন্তব্য করেছেন বিজেপির আইনপ্রণেতা সুমন হরিপ্রিয়া। সোমবার (২ মার্চ) বাজেট বক্তব্যে বাংলাদেশে গরু পাচার নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নিরাময়ে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে।
আসামের বিধানসভায় সুমন হরিপ্রিয়া বলেন, আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ নিরাময়ে সহায়তা করে গোমূত্র ও গোবর। একইভাবে গোমূত্র ছড়িয়ে দেয়া হলে, সেই এলাকা পবিত্র হয়…আমার বিশ্বাস করোনা ভাইরাস নিরাময়ে গোমূত্র ও গোবরে একই জিনিস হতে পারে।
এসময় বাংলাদেশে গরু পাচারের কঠোর সমালোচনা করেন বিজেপির এই নেতা।
প্রসঙ্গত, করোনাভাইরাসে এখনও পর্যন্ত সারা বিশ্বে ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। ভারতে এখনও এই ভাইরাসে ৩৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।সূত্র : সময় নিউজ