গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদে নামাজে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। আজ সোমবার ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় জুয়ার আসর নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
পৃথক এ দুটি ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও ৯ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে মসজিদে নামাজ পড়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে সুজন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরও ভাঙচুরের ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে পৌনে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে মুকসুদপুর ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত সুজন শেখ বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের মজিবর শেখের ছেলে।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আজর ফকির (৫০) নিহত হয়।