গণবিপ্লবের পর গঠন হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি দেশ গড়তে চাই যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়। যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে।
আজ শনিবার (১২ অক্টোবর) দুর্গাপূর্জা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব পালন করাটা প্রত্যাশিত নয়। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে নতুন একটি সমাজ গঠনের চেষ্টা করছে। আর কোনো উৎসব যেন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উদযাপন করতে না হয় সেই উদ্যোগ নিতে হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দুর্গাপূজার আনন্দ এবার বিশেষ আনন্দে পরিণত হয়েছে। চারদিনের ছুটি পেয়ে সবাই খুশি। সব জায়গায় নির্বিঘ্নে পূজা করতে পারছেন সনাতন ধর্মাবলম্বীরা। কোথাও যেন কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সবাই সেই চেষ্টা করেছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। সবাই মিলে কাজ করলে যে সফল হওয়া যায় তা প্রমাণ হয়েছে।
ড. ইউনূস আরো বলেন, ছোটখাটো বিষয়ে আমরা যেন আটকে না থাকি। আপনাদের ছেলেমেয়েরা যেন স্বাভাবিক নাগরিক অধিকার পায়। সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের পক্ষে থাকুন। আমরা স্বপ্নের রাষ্ট্র গঠন করবো, যেন দুনিয়ার বুকে গর্ব করতে পারি। আমাদের ছেলেমেয়েরা যেন আকাশে উড়তে পারে সেই ব্যবস্থা করবো। বন্দি হয়ে থাকার জন্য আমাদের ছেলে-মেয়েরা জন্মগ্রহণ করেনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা অধিকারবঞ্চিত ছিলাম। সব অধিকার একটি গোষ্ঠীর কাছে ছিল। এখন সময় এসেছে সবার অধিকার প্রতিষ্ঠিত করার। যারা অধিকার কেড়ে নিতে চাইবে তাদের শাস্তি হবে। সবার অধিকার রক্ষায় সংস্কার কমিশনগুলো রূপরেখা দেবে। দেশটাকে পাল্টে ফেলার এই সুযোগ যেন হাত ছাড়া না হয়।
আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪১ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি