অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার (২১ নভেম্বর) এ নিয়ে টুইট করেছেন।
I like #Dhaka, but I always knew that eventually I will fall into one of the uncovered manholes at night – even though I pay extra close attention to the streets…
Wish me well for a swift recovery so I can get back to exploring #Bangladesh #dhakainawheelchair pic.twitter.com/jYu3Ok5eRF
— Jan Janowski (@JRJanowski85) November 21, 2022
টুইটারে করা টুইটে তিনি লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি, যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।
জা জেনোস্কির এই টুইট বার্তাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে আসেল এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।পরে তিনি জানতে চেয়েছেন, ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।
মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।