ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছয় বছরের শিশু, গর্ভবতী নারীও গুমের শিকার হন। তাদের নির্জন বন্দিশালায় রেখে নির্যাতনও করা হয়। অন্তর্বর্তী সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি প্রতিবেদনে এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে। রবিবার (১৯ জানুয়ারি) গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অগ্রগতি প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়, কমিশন পুরুষ ভুক্তভোগীদের তুলনায় নারীদের গুমের ঘটনা অনেক কম শনাক্ত করেছে। এর কারণ হলো, গুমের শিকার হওয়া পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া অনেক নারী ভুক্তভোগী সামাজিক লজ্জার কারণে সামনে আসতে দ্বিধা করেন। তবু কয়েকজন সাহসী নারী তাঁদের অভিজ্ঞতা কমিশনের সঙ্গে শেয়ার করেছেন। তাদের অপহরণ, বন্দী অবস্থায় নির্যাতন এবং আইনি ব্যবস্থায় নিযুক্ত হওয়ার অভিজ্ঞতা অনেকাংশে পুরুষ ভুক্তভোগীদের মতোই।
প্রতিবেদনে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে, নারীকে টার্গেট করা হয়েছে তাদের পুরুষ আত্মীয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে। এই পুরুষেরা অপরাধমূলক কর্মকাণ্ড; বিশেষত সন্ত্রাসবাদ-সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ছিলেন। যদিও এই সন্দেহগুলো বাস্তব প্রমাণের ভিত্তিতে ছিল, নাকি মিথ্যা অভিযোগ, তা অস্পষ্ট।
নারী ভুক্তভোগী ও শিশুদের একসঙ্গে গুমের বেশ কয়েকটি প্রমাণিত ঘটনা কমিশনের নজরে এসেছে। এক গর্ভবতী নারী, যিনি তার ৩ বছর ও ১৮ মাস বয়সী শিশুকে নিয়ে এক মাস বন্দী ছিলেন। পুরুষ কর্মকর্তা দ্বারা মারধরের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তিনি। এক শিশুর সাক্ষাৎকারে জানা যায়, তার বয়স তখন ছয় বছর। তাকে ও তার মাকে একটি কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে বন্দী রাখা হয়েছিল।
এই ধরনের গুমের ঘটনা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম