গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের রড নিয়ে ট্রাকটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকের চালক গোপনে যাত্রী পরিবহন করছিলেন। ত্রিপলের নিচে ১৩ জন যাত্রী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে জমিতে উল্টে যায়। বৃষ্টির কারণে ওই জমিটি জলমগ্ন ছিল।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।’
মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।