ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নির্মাণ করা হবে ‘গরু আশ্রম।’ রাজ্যজুড়ে প্রাথমিকভাবে এক হাজার ‘গরু আশ্রম’ করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই আশ্রমগুলোতে প্রায় এক লাখের মতো গরুর থাকার ব্যবস্থা করা হবে।
আগামী ছয় মাসের মধ্যে ওই সব গরু আশ্রমের কাজ শেষ করা হবে বলে জানা যায়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, মধ্যপ্রদেশজুড়ে রাস্তায় রাস্তায় বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুদের আশ্রয় দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। যে প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ব্যয় হবে আনুমানিক ৪৫০ কোটি রুপি। তবে পরে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ আরো বাড়ানো হবে।
ভারতের মধ্যপ্রদেশে আনুমানিক সাড়ে ছয় লাখেরও বেশি বেওয়ারিশ গরু রয়েছে। যাদের সঠিক মালিকানা খুঁজে পাওয়া মুশকিল। এসব বেওয়ারিশ গরুর স্থান দেওয়া হবে অভিনব এই সব গরু আশ্রমে। ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, ওই আশ্রমে গরুদের খাওয়ার জন্য একটি বাজেট বরাদ্দ করেও প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি গরু পিছু প্রায় ২০ রুপি ভাতা বরাদ্দ করা হয়েছে। ওই ভাতার মধ্যেই প্রতিটি গরুকে খাওয়া দাওয়া ও চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
সারা ভারতের মধ্যে গরুদের আশ্রম তৈরির এমন ভাবনা মধ্যপ্রদেশেই প্রথম নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। জানা যায়, গরু আশ্রমগুলিতে প্রাথমিক পর্যায়ে এক লাখ ৬০ হাজার গরুর আশ্রয় দেওয়া হবে। পরবর্তী সময়ে তা আরো বাড়ানো হতে পারে। সরকারি সহযোগিতায় মধ্যপ্রদেশ জুড়ে এক হাজার গরু আশ্রম নির্মানের পাশাপাশি বেসরকারি ব্যাক্তিগত উদ্যোগেও ৬১৪ টির মতো আশ্রমের নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গেছে। যেসব আশ্রমগুলিতে আগামী ছয় মাসের মধ্যে মধ্যপ্রদেশের বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুর দল আশ্রয় পেয়ে যাবে।
সূত্র : এন টি ভি