রংপুরের গঙ্গাচড়ায় স্টেড ফাস্ট কুড়িয়ার সার্ভিস লিঃ এর উদ্যোগে দুস্থ্য ও অসহাদের মাঝে কম্বল ও বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে গঙ্গাচড়া উপজেলার (টিটিসি) টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাঠে ২ হাজার দুস্থ ও অসহায়ের মাঝে কম্বল এবং খেলোয়াড়দের মাঝে ৪০টি ব্যাট, ৮০ টি ফুটবল ও ২০ টি ভলিবল বিতরণ করেন স্টেড ফাস্ট কুড়িয়ার সার্ভিস এর (সিও) গঙ্গাচড়া উপজেলার কৃতি সন্তান রেদওয়ানুল বারী জিওন।
তিনি জানান, শীত নিবারণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই তাই উপজেলার সর্বস্তরের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কাজ করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেড ফাস্ট কুড়িয়ার সার্ভিস এর কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভ ম্যানেজার রেজাউল করীম রাজি, এস আর ম্যানেজার সফিয়ার রহমান স্বপন, প্রমূখ।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৫ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি