রংপুরের গঙ্গাচড়া উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে গজঘন্টা ইউনিয়নের জয়দেব (৩) পুর্ব পাড়ায় মরহুম আতিউল্লাহ ফোরকানীয়া ও তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা মাঠে সোমবার (৩০ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীনে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন তথ্যসেবা সহকারী জোহরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, সংরক্ষিত সদস্য রতনা বেগম, ইউপি সদস্য মাহফুজার রহমান মফি।
উঠান বৈঠকে শতাধিক মহিলার উপস্থিতিতে বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার।
আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৩ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি