রংপুরের গঙ্গাচড়ায় চেক জালিয়াতি মামলায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে গ্রেফতার করেন গঙ্গাচড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আব্দুল হকের পুত্র আব্দুল মান্নানের কাছে ৫ লক্ষ্য ৩০ হাজার টাকা গ্রহণ করেন। একই ইউনিয়নের পেউলাদহ গ্রামের রহিম বকস এর পুত্র মোঃ শহিদুল ইসলাম ব্যবসায়িক সমস্যার কথা বলে তিনি ৩শ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে ও সোনালী ব্যাংক গঙ্গাচড়া শাখা হিসাব নং – ৩৪০১৪৮৫৪ একটি চেক যার নং ৮১২৫৭০০ তাং ২০/০৫/২৩ স্বাক্ষর পূর্বক ৫ লক্ষ্য ৩০ হাজার টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে আব্দুল মান্নান গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সোনালী ব্যাংক গঙ্গাচড়া শাখায় টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন উল্লিখিত হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ আব্দুল মান্নানকে একটি ডিজ অনার স্লিপ প্রদান করেন।
পরে ১৩৮ ধারায় আব্দুল মান্নান বিজ্ঞ আদালতের মাধ্যমে শহিদুল ইসলামকে লিগাল নোটিশ প্রদান করেন। লিগাল নোটিশের মাধ্যমে সমাধান না হলে পরে আব্দুল মান্নান বাধ্য হয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং মহামান্য আদালতে মামলা (মামলা নং ৫৫৮/২৩) দায়ের করেন। অত্র মামলায় শহিদুল ইসলাম আদালতে উপস্থিত না হলে মহামান্য আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ১৫ই ফেব্রুয়ারি বিকেলে গঙ্গাচড়া বাজার হতে শহীদুল ইসলামকে গঙ্গাচড়া মডেল থানার এস,আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ আটক করে আদালতে প্রেরণ করেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান শহিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি