বিপিএলে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইটানস। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২১ রানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। আসরে মাহমুদউল্লাহর দলের এটি দ্বিতীয় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ১৭০ রান করে। জবাবে সিলেটের ইনিংস গুটিয়ে যায় ১৪৯ রানে। খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সিলেটের নিচের সারির ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে না পারায় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় নাসির-সাব্বিরের দলকে।
বিশেষ করে তাইজুল ইসলাম বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তিনি চার ওভার বল করে ৩২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন।
পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ (৫৪), আফিফ হোসেন (২৯) ও নিকোলাস পুরান (২৮) ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েও পারেননি দলের হার এড়াতে।
এর আগে খুলনার এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ূবিভ ভূমিকা রাখেন ব্রেন্ডন টেইলর (৪৮) ও জুনায়েদ সিদ্দিক (৩৩)।
এদিনের লড়াইটা ছিল আসরে তলানিতে থাকা দুটি দলের। অঙ্কের হিসেবে হিসেবে কিছুটা বাকি থাকলে আদতে এই এবারের বিপিএলে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানসের খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে।
এদিনের জয়ে ৯ ম্যাচে খুলনা ঝুলিতে পুরেছে চার পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সিলেটের সংগ্রহও সমান।