জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে জামিন দেননি হাইকোর্ট। বুধবার (১১ সেপ্টেম্বর) আংশিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করলে পরে আবেদনটি ফেরত নেন বেগম জিয়ার আইনজীবীরা।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবীরা। আবেদনে তার স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন চাওয়া হয়। এর আগে গত ৩১ জুলাই একই মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।