ভারতের উত্তরাখণ্ডে একটি গাড়ি খাদে পড়ে দুই নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাকিস্তানে খাদে মিনিবাস পড়ে ১১ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসুত্রে জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) ভারতের উত্তরাখণ্ডে খাদে পড়ে যাওয়া গাড়িটিতে ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবাই মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে নিহত পরিবারদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটাও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসুত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে মিনিবাস খাদে পড়ে গিয়ে ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে ছিল। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।