সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোর-এ রয়েছে ফুসফুসের ক্যান্সার। কিন্তু সত্যি কি ক্রমশ খারাপ হচ্ছে সঞ্জয় দত্তের শরীর? হঠাত করে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সঞ্জয় দত্তের প্রযোজক বন্ধু রাহুল মিত্র। তিনি বলেন,সঞ্জয় দত্তকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ করুন। বন্ধু রাহুল মিত্র বলেন সঞ্জয় একজন লড়াকু মানুষ। সে এই যুদ্ধেও তিনি জয়ী হবেন।
সম্প্রতি ফুসফুসের ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। এরপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। ক্যান্সারে চিকিৎসার জন্য আমেরিকায় স্লোয়ান কেটেরিং ক্যান্সার হাসপাতালে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। কারণ তার মা নার্গিসেরও সেইখানেই চিকিৎসা হয়েছিল। সঞ্জয় দত্তের মা নার্গিস প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
অন্যদিকে জানা যায়, বর্তমানে স্টেজ ফোরে রয়েছে সঞ্জয়ের ক্যানসার। চিকিৎসার জন্য সঞ্জয় আমেরিকা অথবা সিঙ্গাপুরে যেতে চান বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন। যদিও কোভিড পরিস্থিতিতে তিনি দেশে ছাড়তে পারবেন না বলে প্রথমে জানা যায়। পরে জানা যায়, ১৯৯১ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আমেরিকায় যাওয়ার ভিসা পেতে বেগ পান সঞ্জয়।
যদিও এক বন্ধু তাঁকে ভিসা পেতে সাহায্য করেন বলে খবর। ইতিমধ্যে চিকিৎসার জন্য আমেরিকায় থাকার ৫ বছরের মেডিকেল ভিসা হাতে পেয়েছে সঞ্জয় দত্ত।খুব শীঘ্রই আমেরিকায় যাবেন সঙ্গে থাকবেন স্ত্রী মান্যতা এবং বোন প্রিয়া দত্ত।
মান্যতা এবং প্রিয়ার পাশাপাশি নিউ ইয়র্কে থাকেন সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা। তিনিও চিকিতসার সময় বাবা এবং পরিবারের পাশে থাকবেন বলে খবর।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান