বিশ্বকাপে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মত ৫ উইকেটে পেলেন কাটারমাস্টার। যার ৩ বারই ভারতের বিপক্ষে। সাড়ে ৩ বছর পর তার এমন দুর্দান্ত বোলিংয়ে প্রত্যাশিত রান করতে পারেনি ভারত। বাংলাদেশ হারলেও তাই মোস্তাফিজের ৫ উইকেট শিকার আর ফর্মে ফেরাটাই আপাতত বাংলাদেশের স্বস্তি।
ভারতের ব্যাটিং ভরসা টপ অর্ডার। এদিনও হলো তাই। ওপেনিং জুটিতে আসে ১৮০। কেউ পারছেনা উইকেট এনে দিতে । দিলেন পার্ট টাইমার সৌম্য। লোকেশ রাহুলকে ফেরালেন রুবেল। কিন্তু, কোহলি-পান্ডিয়া-ধোনীরাতো আছেন। লাগাম টেনে ধরবে কে। ৩৮ ওভারে রান ২৩৭ ।
মুস্তাফিজের হাতে বল। ব্যাটে টানা পাঁচ ফিফটি করা কোহলি। ওভারের দ্বিতীয় বলেই কাটার। শর্ট বাউন্ডারি মারতে গিয়ে মিডউইকেটে ধরা পড়লেন কোহলি। টানা ষষ্ট হাফ সেঞ্চুরির রেকর্ড হলোনা কিং কোহলির। কাটার মাস্টারে টার্নিং পয়েন্ট বাংলাদেশের।
মোমেন্টাম ধরে রাখলেন মোস্তাফিজ। ওভারের চতুর্থ বলেই বিভ্রান্ত হার্ডিক পান্ডিয়া। সৌম্যর হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক। দুই উইকেট সঙ্গে মেডেন ওভার। ভারতের উচ্চাভিলাষী সংগ্রহে মোস্তাফিজের বাগড়া।
মিডল অর্ডারে একাই ধ্বস নামালেন মোস্তাফিজ। ৪৮তম ওভারে অফকাটারে কাঁটা পড়েন দিনেশ কার্তিক। শেষ ওভারের তৃতীয় বলে ধোনিকেও ফেরান। চুতর্থ উইকেট মোস্তাফিজের।
একটা উইকেট দরকার। পাঁচ উইকেটের ম্যাজিক ফিগার স্পর্শ করতে। হাতে ৩ বল। নিরাশ করেনি এজবাস্টন। শেষ বলে পেলেন শামির উইকেট। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নিলেন মোস্তাফিজ।
মোস্তাফিজ ফুরিয়ে গেছেন যে রব উঠেছিলো তা হয়তো এখন কিছুটা হলেও কম উচ্চারিত হবে। নিজের প্রথম বিশ্বকাপে এখন ফিজের শিকার ১৫ উইকেট। আরো একটি ম্যাচ বাকি থাকায় উইকেট সংখ্যাটা নিশ্চিত ভাবেই বাড়াতে চাইবেন। আর প্রতিপক্ষ হিসেবে পাবেন পাকিস্তানকে। যাদের বিপক্ষে হয়েছিলো ফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক।
ক্যারিয়ারের শুরুতে এ ভারতের বিপক্ষেই প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। এরপর আরো দুবার করেছেন এ অর্জন। তবে বহুদিন পর কাটার মাস্টার ফিরলেন স্বরূপে। বাংলাদেশের হতাশার দিনে হলেও নিশ্চয়ই এমন অর্জন মনে রাখবে টাইগার সমর্থকরা।