স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সিপিএল’র পুরো আসরেই খেলবেন বলে জানিয়েছেন তিনি।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলের সঙ্গে যোগ দেয়ার আগে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাবেন। আজ সোমবার দিবাগত মধ্যরাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান।
এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে সাকিবকে অনাপত্তি দেওয়ার কথা জানিয়ে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস বলেন, সিপিএল খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে সাকিবকে। সেখানে টুর্নামেন্ট শেষ করে নিউজিল্যান্ড যাবেন ত্রিদেশীয় সিরিজ খেলতে।
উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সংক্ষেপে সিপিএল অথবা সিপিএলটি-২০) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দ্বারা ক্যারিবীয় অনুষ্ঠিত বার্ষিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এটি ২০১৩ সালে প্রথম অনুষ্ঠিত হয় এবং এটি ক্যারিবিয়ান টুয়েন্টি-২০ এর প্রতিস্থাপিত টুর্নামেন্ট। বর্তমানে এটির স্পন্সর হিরো মটোকর্প এবং অফিশিয়ালভাবে টুর্নামেন্টের নাম হিরো সিপিএল-২০। প্রথম আসরে জ্যামাইকা তালাওয়াস গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তথ্যসুত্রঃ উইকিপিডিয়া।