পুরো বিশ্ব প্রাণঘাতী করোনার তাণ্ডবে এলোমেলো। সব দেশেই করোনার সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইনসহ নানা নিয়ম-কানুন পালন করা হচ্ছে। আর এমন পরিস্থিতিতে কোয়ারেন্টাইন অমান্য করায় উত্তর কোরিয়ায় এক স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই দম্পতি চলতি মাসের শুরুতে কোয়ারেন্টাইন অমান্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। তাদের দুজনেরই বয়স ৫০ বছর।
প্রতিবেদনে আরো বলা হয়, তাদের ১৪ বছর বয়সী কিশোর ভাতিজাকে দক্ষিণ কোরিয়ায় থাকা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্যই তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে বয়সে ছোট হওয়ায় ওই দম্পতির ভাতিজাকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, ধরা পড়ার পর ওই দম্পতির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা পালানোর কথা স্বীকার করে। পরে তাদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।