৮ অক্টোবর মঙ্গলবার, মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে চাউল, ডিম, ব্রয়লার মুরগী, আলু, পেঁয়াজ, মরিচ, সবজিসহ নিত্যপণ্যের ক্রয় ভাউচার দেখা হয় এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা দেখা হয়। অভিযানে বাড়তি দামে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার দেখাতে না পারা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং তালিকা আপডেট না করার অভিযোগে মেসার্স গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা, মেসার্স তাসপিয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা, মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, আলমগীরের সবজির আড়তকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তা সাধারণকে প্রতারিত করায় নজরুলের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং আল মদিনা খাসির মাংসের দোকানকে ২ হাজরে টাকা জরিমানা করা হয়। আজ ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মোট সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তদারকি করা হয় অর্ধশত প্রতিষ্ঠান। সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে কৃৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো: আব্দুর রহিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহাদত হোসেন এবং এসআই বিমলের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি