কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ।
বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে কোষাধ্যক্ষ বলেন, “সাজিদের অবস্থা খুবই খারাপ ছিল। ছেলেটা আর আমাদের মাঝে নেই।”
ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়।
শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ অগাস্ট রাজধানীর মিরপুরে গুলিতে গুরুতর আহত হন সাজিদ। গুলিটি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের ঠিক পেছনে আটকে যায়।
আশঙ্কাজনক অবস্থায় সাজিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল।
এদিকে সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম