সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আজও চলবে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ‘বাংলা ব্লকেড’। তবে গতকাল এ ব্লকেডে স্থবির হয়ে পড়ে রাজধানী শহর। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (৮ জুলাই) এই কর্মসূচি চলবে বলে গতকাল ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের তরফ থেকে।
শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে গতকাল রোববার স্থবির হয়ে পড়েছিল রাজধানী। যানজট ছড়িয়ে পড়ে পুরো রাজধানী জুড়ে। বিশেষ করে শাহবাগ ও আশপাশের এলাকার সড়কে চলতে পারেনি কোনো যানবাহন। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষাও বর্জন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। চার দফা নয়, এক দফা দাবিতে সোমবার সারাদেশে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। এক দফা দাবি হলো সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।
একই কর্মসূচিতে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয় দেশের বিভিন্ন স্থানে। দিনের কর্মসূচি শেষে রাতে শাহবাগ থেকে আজও ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। একদফা দাবিতে এখন থেকে আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।
গতকাল পূর্বঘোষিত কর্মসূচি শেষে রাত ৮টার দিকে আন্দোলনকারীরা একদফার আন্দোলনের ঘোষণা দেন। বলেন, চলমান ব্লকেড আগামীকাল (আজ) থেকে কাওরান বাজার ও ফার্মগেট পর্যন্ত পালিত হবে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৬ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি