সাধারণত মাতৃগর্ভে ৩৭-৪০ সপ্তাহ কাটানোর পর পরিপূর্ণ মানব শিশুর জন্ম হয়। তবে অনেক সময় দেখা যায় ২৮ সপ্তাহের আগেই জন্ম হয় অতিমাত্রায় প্রিম্যাচিউরড বেবি বা অপরিণত শিশুর। এমন শিশুকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব হয়। এ নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন এক দল গবেষক। তারা অপরিণত শিশুদের জন্য মাতৃগর্ভের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরি করেছেন। খবর: নেচার জার্নালের।
যুক্তরাষ্ট্রের পেনসেলভিনিয়ার চিল্ড্রেনস হসপিটাল অফ ফিলাডেলফিয়ায় দেখা গিয়েছে এমনি অভূতপুর্ব ঘটনা।
চিল্ড্রেনস হসপিটাল অফ ফিলাডেলফিয়ায় এমন একটি কৃত্রিম গর্ভাশয়ে এমনভাবে বেড়ে উঠছে একটি ভেড়ার শাবক। এটি হচ্ছে কৃত্রিম গর্ভাশয় থেকে জন্ম নেয়া অষ্টম ভেড়া শাবক। এ বছরের এপ্রিলে তারা এমন একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় শাবকটি এক ধরনের তরলের ভেতরে খানিকটা নড়াচড়া করছে। এর চার পা ও নড়ছে।
এবার এই গবেষকরা এখন অপরিপক্ক মানবশিশুকে পরীক্ষামূলকভাবে এমন কৃত্রিম গর্ভাশয়ে রাখবেন। এর নাম রাখা হয়েছে এক্সট্রা উটেরাইন এনভায়রনমেন্ট ফর নিউবর্ন ডেভেলপমেন্ট বা এক্সটেন্ড। তারা জানিয়েছেন গর্ভধারণের শুরু থেকে এমন গর্ভাশয়ে রাখা যাবে না। শুধুমাত্র ২৮ সপ্তাহ বা এর কিছু কম-বেশি বয়সী নবজাতকের জন্য এমন ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ যেসব শিশু মাতৃগর্ভে প্রায় ৭০ শতাংশ সময় পার করেছে তাদের জন্যেই হচ্ছে এমন কৃত্রিম গর্ভাশয়।
অনেকটা গোলাকার প্লাস্টিকের বলের মতো দেখতে এই কৃত্রিম জরায়ুর ভেতরে থাকবে অপরিণত শিশুটি, তার সাথে জুড়ে দেয়া পাইপ দিয়ে তার জন্য আসবে অতিপ্রয়োজনীয় রক্ত ও অন্যান্য তরল। ঠিক মায়ের গর্ভের মতোই পরিবেশ নিশ্চিত করা হবে সেখানে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী এখনো নবজাতকের মৃত্যুর অন্যতম বড় কারণ অপরিণত শিশু জন্ম। মানবশিশুর জন্যে শিগগিরই শুরু হতে যাচ্ছে এই গর্ভাশয়ের যাত্রা।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি