অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের জন্য আগত কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষমান জেলা নেতাদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা ৭০ জন ছাত্রলীগ নেতা-কর্মী হামলায় জড়িত বলে উল্লেখ করা হয়।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ চত্বরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান (৫৮), ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল ওয়াহেদ (৫৫), কৃষি বিষয়ক সম্পাদক ড. শাহনাজ নাজমীন নাজু (৫২), জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন মিমি (৪১), মাহফুজার রহমান (৪৮), আহসান হাবীব মুন্না (২৪) ও মেহেদী হাসান (১৮) সহ কয়েকজন আহত হন।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, হামলার ঘটনায় আ ন ম ওবায়দুর রহমান অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে মঙ্গলবার দুপরে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পুর্বে প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।
জড়িতরা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।