তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চারদিন ব্যাপী বিজয় মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগ পর বিজয় মেলা আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত দেখা দিয়েছে।
মেলা আয়োজক সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ইতোমধ্যে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানে মেলার স্টল ও বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। মেলায় ৩০ টি স্টল বরাদ্দ করা হয়েছে। চারদিনব্যাপী মেলায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য। বিশেষ করে বিজয় মেলায় বিজয়ের উৎসবে গান করতে আসছেন চ্যানেল আইয়ের শিল্পী সাদিয়া সুলতানা লিজা ও জনপ্রিয় গানের শিল্পী “আমি তো ভালা না ভালা লইয়া থাইকো” গানের কণ্ঠ শিল্পী কামরুজ্জামান রাব্বি।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, বিজয় মেলা আয়োজনের খবরে সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আশা করছি। আগামীতেও পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে এরকম আয়োজনের উদ্যাগ নেওয়া হবে এবং সকলের সহযোগিতা ও সৌহার্দ্য পূর্ন পরিবেশে গড়ে উঠুক মেলা প্রাঙ্গণ।