তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজন এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে সোমবার (৫ সেপ্টেম্বর) পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালানা করে কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত কটারকোনা বাজারের পাশে মনু ব্রিক্স ফিল্ড এর সামনে থেকে আসামী ১। যতন তাঁতী (২৬), পিতা-মধু তাঁতী, সাং-জঙ্গলবাড়ী চা বাগান, ২। জিতেন কর্মকার (২৫), পিতা-মৃত রঞ্জিত কর্মকার, সাং-বওলাছড়া চা বাগান, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেপ্তার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করেন। অপর এক অভিযানে পুলিশের একটি দল কুলাউড়া থানাধীন ০৮নং রাউৎগাঁও ইউপির অন্তর্গত কৌলা সাকিনস্থ কৌলা সাইড অফিসের পাশে থেকে আসামী ১। মোঃ আবু তাহের (৪৫), পিতা-আব্দুর রহিম সর্দার, গ্রাম-রসুলপুর, থানা ও জেলা-কুমিল্লা; বর্তমানে সাং-কৌলা সাইড অফিস, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেপ্তার করিয়া আসামীর হেফাজত হইতে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ: ০৫/০৯/২০২২ খ্রিঃ এবং মামলা নং-০৫, তারিখ: ০৬/০৯/২০২২ খ্রিঃ মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে মঙ্গলবার প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক বলেন, পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন আসামি গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ও আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।