মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।
থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকার লাল মেম্বার এর বাড়ির পূর্ব পাশে মনু নদীর বেরি বাঁধের উপর থেকে আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম (৩৮) দ্বয়কে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মৌলভীবাজারের বর্ষিজুরার মৃত সুলতান খান এর ছেলে আফজল খাঁন (৪০), ও সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৮)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৫ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি