মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব কামারকান্দি এলাকায় এক প্রবাসী পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাতার প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকেও জানিয়েছেন বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগন।
অভিযোগ সুত্রের বরাতে জানা যায়, উপজেলার পূর্ব কামারকান্দি এলাকার ইব্রাহীম আলী ও তার ছোট ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) থাকেন। বাড়িতে দুই ভাইয়ের স্ত্রী ও বৃদ্ধ মা ছাড়া আর কোন পুরুষ লোক নেই। পূর্ব শত্রুতার জের ধরে সেই সুযোগে তাদের পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা আব্দুল মুনিম এবং দানাপুর এলাকার পারভেজ মিয়াসহ ৬-৭ জন লোক গত শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাতার প্রবাসী ইব্রাহীম আলীর পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদের লক্ষে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করেন। তাদের হামলায় প্রবাসীর ঘরের চালা ও পাশের দেওয়াল ভেঙ্গে ফেলা হয়।
এসময় প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম তাদের বাঁধা দিতে গেলে তাকে এলোপাতারী হামলা করে মারধর করা হয়। এক পর্যায়ে আবদুল মুনিম প্রবাসীর স্ত্রী সুমি বেগমকে চুলে ধরে টেনে হিছড়ে জামা-কাপড় ছিড়ে শ্লীলতাহানী করেন এবং অপরজন পারভেজ মিয়া সুমি বেগমের গলায় থাকা ১ ভরি সমমানের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
আহত সুমি বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায়। যাবার সময় হুমকি দিয়ে যায় যে, তারা রাতের আঁধারে আবারও আসবে। এরমধ্যে যদি বাড়ি ছেড়ে চলে না যান তাহলে প্রবাসী পরিবারের মহিলাদের গুম-খুনের হুমকি দেওয়া হয়।
এদিকে ঘটনাটি নিয়ে ভোক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী পরিবারের মহিলারা। থানায় অভিযোগ দেওয়ার দু’দিন পরও এখন পর্যন্ত কোন রকম কার্যত ব্যবস্থা না নেওয়ায় বেশ আতংকিত হয়ে নির্ঘুম রাত পার করছে পরিবারটি।
এব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল মুনিম এর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. নুর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক সময়ে ছুটে যাই। জায়গাজমি নিয়ে তাদের ঝামেলা। বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি।
জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব মুঠোফোনে বলেন, খবর নিয়ে জেনেছি বাগানের ছেড়ে যাওয়া জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দন্ধ চলছে। মারামারির ঘটনাও শুনেছি, শিগগিরই বসে তা সুরাহার চেষ্টা করা হবে।
কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রবাসীর স্ত্রী সুমি বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।