তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। বুধবার দুপুরে কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি আব্দুছ ছালেক থানা এলাকার শান্তি রক্ষায় সকল জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করে বলেন, কুলাউড়া উপজেলার মানুষ শান্তি প্রিয় মানুষ। থানা এলাকার প্রতিটি পাড়া মহল্লায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কাজ করে যাবে।
তিনি কুলাউড়াকে মাদক, জুয়া, কিশোর গ্যাং নির্মূলসহ সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেন।
এসময় কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের পরিচালনায় কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান, আজিজুর রহমান মনির, সৈয়দ একেএম নজরুল ইসলাম, জাফর আহমদ গিলমান, মো. খলিলুর রহমান, আব্দুল মালিক, ওয়াদূদ বক্স, মো. আকবর আলী সোহাগ, মো. মুহিবুল ইসলাম আজাদ, মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।