দেশে শীতের মৌসুমি বায়ু প্রবেশ করায় সারাদেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা আরো কমে যেতে পারে। আগামী ২ থেকে ৩ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সড়ক, মহাসড়কে সচেতনতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। ফলে দেশে তাপমাত্রা আরো কমে যাবে। এরই মধ্যে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমেছে। লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বরের দিকে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৭ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি