কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর দল। সোমবার (২৮ মার্চ) সকালে জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো-দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আন্দলগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত মোঃ ইদ্রিস আলী এর ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭), একই গ্রামের মৃত রেজাউল করিম এর ছেলে মোঃ রাজু (২২) ও মোঃ আকবর আলীর ছেলে মোঃ তাহাজুল ইসলাম (২২) এবং কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মোঃ খলিল আহম্মেদ এর ছেলে মোঃ আনিসুর রহমান (১৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় র্যাব বিশেষ অভিযান চালায়। এ সময় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে একই দিন অপর এক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান চালায় র্যাব। উক্ত অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় মাদক মামলা হয়েছে। আসামীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।