কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার রপ্তানি প্রক্রিয়া জাত (ইপিজেডএ) অজ্ঞাত নামা ব্যক্তির এলোপাতারি ছুরিকাঘাতে চিং চাং সু কোম্পানির এইচ.আর এডমিন অফিসার মোঃ খাইরুল বাশার সুমন (৩৬) নামের এক ব্যক্তি খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার ইফতারের পূর্বে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লার ইপিজেডের প্রধান ফটক সংলগ্ন রোসা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুমন জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন এলাকার মান্দারী গ্রামের আব্দুল মমিন মাস্টারের তৃতীয় ছেলে।
সুমনের নিজ বাড়ী মান্দারী গ্রামে শোকাহত ছোট ভাই খায়রুল এনাম রুমন সাংবাদিকদের জানান আমার ভাই প্রায় ৭ বছর যাবৎ ইপিজেডের চিং চাং জুতা কোম্পানিতে চাকুরী করেন।শুক্রবার বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাসা ফেরার পথে ইপিজেডের ১নং গেইটের বাহিরে বার্জার পেইন্ট এর সু-রুমের সামনে প্রকাশ্যে দিবালোক ভাইয়ার কোম্পানিতে অব্যাহতি (চাকুরীচ্যূত)প্রাপ্ত অজ্ঞাত নামা এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনি খুন হন।
স্থানীয় সূত্রগুলো জানায়, নানান অনিয়মের কারণে খায়রুল বাশার সুমন সম্প্রতি ওই কোম্পানি থেকে একজনকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ও তার সহযোগীরা তাকে খুন করে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।