কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানা এলাকা থেকে ১৪৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জন গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২টি ২টি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল ২৯ ডিসেম্বর ১০ টা ৩০ মিনিটের সময় বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নবীয়াবাদ সাকিনের মিজানুর রহমান সরকারের গরুর খামারের সামনে সংচাইল থেকে বাঙ্গরা বাজার গামী পাকা রাস্তার উপর এসআই (নিঃ) মোঃ নাহিদ হাসান এর দল ডিউটিকালীনরত অবস্থায় ১৪৫ বস্তা ভারতীয় চিনি এবং ২টি পিকআপ গাড়িসহ ২ জন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুটি জাজিয়ারা (হাসেনার বাড়ী) এর মোঃ সোহেল মিয়ার ছেলে (ঢাকা মেট্রো ন-১২-০৬০১ পিকআপের চালক) মোঃ রনি (২২) এবং কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লাক), আজিজ উল্লাহ মাস্টার বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে (নম্বর প্লেট বিহীন পিকআপের চালক) মোঃ সালাউদ্দিন
(৪৭)।
এসময় তাদের কাছ থেকে ১৪৫ বস্তা ভারতীয় চিনি, যার ওজন ৭১০৫ কেজি এবং ২টি পিকআপ গাড়ি সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক বর্ণিত ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন।
বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫০ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি