মোঃ খোরশেদ আলম,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর এিশ গ্রামের কৃতি সন্তান এবং উপজেলা যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম সরকার তার নিজস্ব অর্থায়নে ১২’শ নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ইতিহাস রচনা করলেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে কাজ না করতে পারায় বিপদে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সদস্য এবং আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন ( এফসিএ) এমপি মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
তিনি মুরাদনগর উপজেলার তার ইউনিয়নের ৯টি ওর্য়াডের ১২’শ কর্মহীন হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে ৭ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১কেজি লবন ও ১ টি সাবান বিতরণ করবেন।
মোঃ জাহাঙ্গীর আলম সরকার মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর এিশ গ্রামের জনাব মোঃ রুপ মিয়া সরকার সাহেবের ছেলে।
মোঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন এই মহামারি সময়ে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী গরিবদের কিছুটা সাহায্য না করি তাহলে তারা নিজেদের পরিবার নিয়ে সুরক্ষিত থাকতে পারবে না।
তিনি আরও বলেন মুরাদনগরের অন্য সকল রাজনৈতিক নেতা কর্মীরাও মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবেন।