শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি) : কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হেসেনের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাফরগঞ্জ বাজারের কুমিল্লা-সিলেট মহাসড়কে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ, ইউপি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শরীফুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দ, উপজেলা যুবলীগের সাংগঠরিক সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসা. নাজমা মোর্শেদ, যুবলীগ নেতা প্রবাসী এআর আনোয়ার, সোহরাব চেয়ারম্যানের স্ত্রী মোসা. নিলুফা বেগম, ভাই মো. সিরাজুল ইসলাম, বোন ফরিদা আক্তার, ছেলে মেহরাব হোসেন শুভ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. অপু আহম্মেদ, ছাত্রলীগ নেতা জাকারিয়া মাসুদ রিফাত।
এসময় জাফরগঞ্জ বাজারের কুমিল্লা-সিলেট মহাসড়কের দুইপাশে সকল ইউপি সদস্য, ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বাজারের সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েক হাজার জনতা বিক্ষোভে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জহিরুল আলম তার বড় ভাই রেল পুলিশের ডিআইজি মো. শাহ আলমের ছত্রছায়ায় এ ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। সমাবেশে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টায় জাফরগঞ্জ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহরাব হোসেন চেয়ারম্যানকে পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন অপরপক্ষ। এ ঘটনায় ইউপি যুবলীগের সভাপতি অপু আহম্মেদ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার থানায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম ও শিবলুসহ ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।