কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার টাকাসহ ১১ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে। শুক্রবার গভীর রাতে ভুরুঙ্গামারী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত আবেদ আলী ব্যাপারীর পুত্র আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার চরলুছনী গ্রামের মৃত আকবর আলীর পুত্র খয়বর আলী (৪০), মৃত আবেদ আলীর পুত্র ফজলু মিয়া (৩৫), ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত রোস্তম আলীর পুত্র এরশাদুল হক (৫০), গনাইরকুটি গ্রামের মৃত আনছার আলী মোল্লাহর পুত্র মোঃ জাক্কুমোল্লাহ (৪০), ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার খয়বর মোড়ের মৃত একাব্বর আলীর পুত্র মোফাজ্জল হোসেন (৪০), উত্তর ভরতেরছড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের পুত্র শাহীন মন্ডল (৩৮), কচাকাটা থানার মংলারকুটি গ্রামের মৃত আহম্মেদ আলীর পুত্র কোরবান আলী (৫০), কচাকাটা থানার কেদার হাজিপাড়া গ্রামের মৃত জহর উল্লাহর পুত্র আব্দুস সামাদ (৫৫), চরসতিপুরী গ্রামের আলাউদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৩), টেপারকুটি শকুনটারী গ্রামের মৃত আমির আলীর পুত্র লুৎফর রহমান (৫০), গোলেরহাট গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জহুরুল ইসলাম (৪৫)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি