ভারতীয় সীমান্ত ঘেষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ উপজেলায় সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথ প্রান্তর। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয় যানবাহনকে। কিন্তু তারপরও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে যেতে হয় শ্রমজীবি মানুষকে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে শিশু ও বয়স্করা। তাই শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালে।
উপজেলার পুর্ব ফুলমতি গ্রামের ভ্যানচালক ছপুর উদ্দিন জানান, শীত-কুয়াশা যতই থাক পেটের দায়ে আমাদেরকে কাজে যেতেই হয়। তাই শীত- কুয়াশা ঠেলে কাজে বেড়িয়েছি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে “গুগল নিউজ” ফিডটি অনুসরণ করুন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা জানান, শীত বাড়লেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। তাছাড়া শীত জনিত রোগে আক্রান্ত রোগির সেবা দেয়ার মত পর্যাপ্ত ঔষধ আমাদের হাসপাতালে আছে। এ বিষয়ে আমরা সতর্ক আছি।
✪✪✪ আরও পড়ুন ✪✪✪ |
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।