স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামে বাংলাদেশ পু্লিশ বাহিনীতে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকুরি পেলেন ৭৯ জন। শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ করেছেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ‘চাকরি নয় সেবা’ এই প্রত্যয়ে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এই সকল ধাপ অতিক্রম করে গতকাল ২৪ ফেব্রুয়ারি ৭৯ জন চূড়ান্তভাবে মনোনীত হয়।
কুড়িগ্রাম জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রাম পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজড ভাবে অনলাইনে সম্পন্ন করতে হয় বিধায় প্রক্রিয়াটি শতভাগ নির্ভুল এবং ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে প্রার্থীরাই উর্ত্তীন হতে পারে, অন্য কেউ নয়। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান পুলিশ সুপার।
অন্যদিকে এবারে যারা এই নিয়োগে অংশগ্রহণ করেছে কিন্ত কৃতকার্য হতে পারে নাই, তাদের তিনি প্রবল মনশক্তি নিয়ে অনাগত সময়ে অধিকতর ভাল কিছু করার প্রেষণা প্রদান করেন এবং এবারের পরীক্ষায় সকল অংশগ্রহনকারীই জেলা পুলিশের নির্মোহ প্রার্থনায় অবিরত থাকবে মর্মে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মমিনুল করিম, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এই প্রক্রিয়ায় আরো ছিল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত উচ্চতর কমিটির নিরিবিচ্ছিন্ন তদারকি, মনিটরিং ও সহযোগিতা।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৭৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৭৮৮ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৬১২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ৭৯ জনকে মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ পরীক্ষা বোর্ড ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান