কুড়িগ্রামের উলিপুর থানার অন্তর্ভুক্ত নামাজের চর পুলিশ কেন্দ্র এলাকায় ৮৪টি বিদেশি মদের বোতল ও ৫০০ পিচ ইয়াবাসহ মোঃ সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে উলিপুর থানাধীন নামাজের চর পুলিশ কেন্দ্র। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে উলিপুর উপজেলার সাহেবের আলগা এলাকা থেকে ওই ভারতীয় যুবককে আটক করে পুলিশ।
আটকৃত মোঃ সাইফুল শেখ ভারতের হাড় সিং মাড়ী জেলার শুকচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ জানায়,মোঃ সাইফুল শেখের বাড়ি ভারতের হাড় সিং জেলার শুকচর গ্রামে। সে ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। গতরাতে মাদক পাচারের সময় নামাজের চর পুলিশ কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন থেকে ৮৪ বোতল বিদেশি মদ (অফিসার চয়েস) ও ৫০০ পিছ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে উলিপুর থানায় ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি