কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে নামাজরত অবস্থায় শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মাগরিফের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে নেমে আসে শোকের ছায়া। মৃত শহিদুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
মসজিদের ইমাম আমিরুল ইসলাম বলেন, মাগরিফের নামাজের সময় প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদাহ্ থেকে তিনি আর উঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদাহ্রত অবস্থায় রয়েছেন। তার শরীরে হাত দিলে লুটিয়ে পড়েন তিনি। পরে দেখা যায় তিনি মারা গেছেন।
মৃতের ছোট ভাই সৈয়দ জামান জানান, গত মঙ্গলবার রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে পিছলে পড়ে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ্য হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত অবস্থায় মারা যান তিনি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান জানান, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসুল্লির মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি।
*** আজ ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৮ | বুধবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি