বরগুনার আমতলীতে শুক্রবার দুপুর ২ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ৩ নং সাব কমিটির আহবায়ক মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা (আহবায়ক) এর নেতৃত্বে নমুনা হিসাবে কয়েকটি কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমের পরিদর্শনের অংশ হিসাবে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম আঠারগাছিয়া কিশোর কিশোরী ক্লাব ও আমতলী এম ইউ বালিকা বিদ্যালয় সলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
এসময় আহবায়ক সংসদ সদস্য কানিজ ফাতেমা মহিলা আসন (৩০৮) ও সাব কমিটির সদস্য সিরাজগঞ্জ (৩) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম, সহকারী সচিব মো. ওহিদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, গুলিশাখালী ইউপি চেয়ারম্যন অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পালসহ মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর কিশোরীদের সচেতনতা সৃষ্টি লক্ষ্য জেন্ডার বৈষম্যের উপর আলোকপাত, গান, সাংস্কৃতিক ও ক্রীড়ায় পারদর্শিতা, কবিতা সহ বাংলা ভাষার সঠিক চর্চা উপর আলোকপাত ইত্যাদি বিষয়ে যথাযথ শিক্ষা প্রদান করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি