আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস খাদে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) পেহেলগামে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
পিটিআই জানায়, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।
প্রতিবেদনে জানা যায়, বাসটি পেহেলগামের ফ্রিসলানের পাহাড়ি পথ দিয়ে যাওয়ার পথে খাদে পড়ে। এসময় পুরো বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে পড়ে নদীতে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১৯টি অ্যাম্বুলেন্স হাজির হয়। হতাহতদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে।