মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কারাগারে দাঙ্গার জেরে প্রাণ হারালেন ৪১ নারী কয়েদি। গতকাল মঙ্গলবার (২০ জুন) এ তথ্য জানান প্রেসিডেন্ট জিয়োমারা ক্যাস্ত্রো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রেসিডেন্ট অভিযোগ করেন, কারাগারে প্রভাব বিস্তারকারী অপরাধী সংগঠন- মারা এই হত্যাযজ্ঞের পেছনে রয়েছে।
পুলিশ জানায়, তামারা শহরের নারী বন্দিদের জন্য নির্ধারিত কারাগারে স্থানীয় সময় দুপুরে এ সহিংসতা ছড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি দলের বাগযুদ্ধ গড়ায় সংঘাতে। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন সেলে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসকরা বলছেন, আগুনে পুড়েই বেশিরভাগ কয়েদির মৃত্যু হয়েছে। তবে অনেকে গুলিবিদ্ধ এবং ছুরিকাঘাতে আহত ছিলেন। মরদেহ বুঝে পেতে হাসপাতাল ও কারাগারের বাইরে ভিড় জমিয়েছেন নিহতদের পরিবার। অন্যান্য কয়েদিদের স্বজনরাও উদ্বেগ প্রকাশ করছেন।
উল্লেখ্য, ২০১২ সালে সবচেয়ে মর্মান্তিক কারা-দুর্ঘটনা দেখে হন্ডুরাস। সেই ঘটনায় প্রাণ হারান ৩৬১ বন্দি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন