বগুড়া জেলা কারাগার থেকে কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি ১৪ মিনিট পরে পুলিশের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে তারা পলায়ন করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (৬৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (৪১), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (৩০)।
আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য গনমাধ্যমে জানান।
তিনি জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কনডেম সেলের ছাদ ফুটো করে বের হয়ে বিছানার চাদরেরর সাহায্যে দেয়াল টপকে বেড়িয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান। এসময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজারে পালাতক আসামীদের আটক করে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৮ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি