মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী প্রতিনিধিঃ বগুড়া ও সিরাজগঞ্জ জেলার আন্তঃসীমান্ত নদী করতোয়া এবং বাঙ্গালী বা ফুলজোর। যে নদীটি একপাশে তিস্তা ও অন্য পাশে যমুনা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই দুই জেলার মানুষের মেলবন্ধন ফুলজোর নদী একসময় বানিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হতো এবং এখনও হয়। অথচ এসআর কেমিক্যাল ও মজুমদার প্রডাক্টস এর বিষাক্ত বর্জ্য সরাসরি ফুলজোর নদীতে ফেলায় পানি দূষিত হচ্ছে যার ফলে নদীর মাছও মরে যাচ্ছে। ঐ পানিতে গোসল করে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বথুয়াবাড়ী, সীমাবাড়ী, চান্দাইকোনা বাজার সহ আরও শতাধিক হাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদী কোটি মানুষের জীবনে ফুল ফুটিয়েছে।এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা বিশেষ করে জেলে সম্পদায়, মাছ ব্যবসায়ীসহ হাজারো ব্যবসায়ী, নদী সংলগ্ন কৃষি ব্যবস্থা এই নদীর উপর শতভাগ নির্ভরশীল।
কিছুদিন আগেও নদীটি দূষণমুক্ত ছিল। স্থানীয়দের আমিষের উৎস ফুলজোরের মাছ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়েছে। কিন্তু বেশ কিছুদিন হলো এই নদী আগ্রাসনের শিকার। আশেপাশে গড়ে ওঠা কলকারখানাগুলোর নেই সঠিক কোন ইটিপি প্ল্যান্ট, নেই কোন ইএমপি প্রোফাইল। ফলে তারা পরিবেশ দূষন করছে, নদী ধ্বংস করছে অথচ এর ভয়াবহতা সম্পর্কে রয়েছে অজ্ঞতা। তাই স্থানীয় পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।