আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ অন্টারিও ও কুইবেকে ভয়াবহ ঝড়ের ফলে ৪ জন নিহত এবং প্রায় ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গতকাল শনিবার (২১ মে) এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
টুইটারে অন্টারিও পুলিশ জানিয়েছে, প্রবল বজ্রপাতের কারণে ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন ব্যক্তি যিনি ট্রলারে ছিলেন তিনি মারা যান। অন্যদিকে গাছ পড়ে ১জন নিহত হন। ঝড়ের মধ্যে হাঁটতে গিয়ে গাছের সঙ্গে পিষ্ট হয়েছেন ৭০ বছরের এক মহিলা। ৫০ বছর বয়সী এক নারী অটোয়া নদীতে ঝড়ের মধ্যে নৌকা ডুবিতে মারা গেছে।
স্থানীয় সরবরাহকারী হাইড্রো ওয়ান এবং হাইড্রো-কুইবেকের অনলাইন গণনা অনুসারে, গত শনিবার রাতে দুটি প্রদেশের প্রায় ৯ লক্ষ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। অন্যদিকে, জার্মানিতেও টর্নেডোর আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। লন্ডভন্ড হয়ে গেছে দেশটির পশ্চিমাঞ্চল। কলম্বিয়ায়ও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।
উল্লেখ্য, রেলপথ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে উদ্ধারকর্মীরা নেমে পড়েছেন উদ্ধারকার্যে।