কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর হারের পর মরক্কোর ভক্তরা ফরাসি সমর্থকদের বিজয় র্যালিতে সহিংসতা চালিয়েছে। ফরাসি সমর্থকদের আনন্দ র্যালিতে মরক্কো সমর্থকরা পাথর নিক্ষেপ ও রাস্তায় অগ্নিসংযোগ করেন বলেও পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলের ব্যবধানে ফ্রান্সের কাছে হেরেছে মরক্কো। খেলার এই ফল মেনে নিতে না পেরে মরক্কোর ভক্তরা ফ্রান্সের সড়কে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্টপেলিয়ার এলাকায় ফ্রান্সের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলেছে মরক্কান ভক্তরা। সেখানে মরক্কোর ভক্তদের হামলা থেকে বাঁচতে একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে চাপা দিয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: মেসিকে নিয়েই যত চিন্তা ফ্রান্সের!
ভিডিওতে দেখা যায়, মন্টপেলিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
টুইটারে ভিডিও শেয়ার করে অনেকেই দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনালে উঠায় ফ্রান্সের সমর্থকরা আনন্দ-উল্লাস করে বিজয় উদযাপন করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন মরক্কোর সমর্থকরা। অন্যদিকে বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসেও ফরাসি ও মরক্কো সমর্থদের মধ্যে সংঘাত হয়েছে।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হেরেও বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছে মরক্কো
বেলজিয়ামের রাজধানীতে মরক্কো বংশোদ্ভূত অনেক নাগরিকের বসবাস রয়েছে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো হেরে যাওয়ায় অনেক সমর্থক ক্ষুব্ধ হয়ে ব্রাসেলসে ফরাসি সমর্থকদের ওপর চড়াও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাসেলসে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
🔴PARIS :#VIDEO VIOLENCE IN CHAMPS ÉLYSÉES!
MOROCCAN FANS THROWING ROCKS & PROJECTILES TOWARDS FRENCH PEOPLE & CARS WHO ARE CELEBRATING THE 2-0 VICTORY OF FRANCE OVER MOROCCO IN WORLDCUP!#BreakingNews #UltimaHora #Marocco #Maroc #Marruecos #WorldCup pic.twitter.com/Y9VtcXDJPX
— loveworld (@LoveWorld_Peopl) December 14, 2022