জিতলেই রচিত হবে ইতিহাস। প্রথমবার নকআউটে ওঠার সুযোগ হবে তিউনিসিয়ায়। তবে লক্ষ্যটা কঠিন, হারাতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপে সবার আগে নকআউট নিশ্চিত করেছে এমবাপ্পেরা।
তিউনিসিয়াকে হারাতে পারলে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে দ্বিতীয় সেরা দল ইতালিকে ছুঁয়ে ফেলবে তারা। অন্যদিকে, তিউনিসিয়ার সামনে এখনও গাণিতিকভাবে শেষ ষোলোতে ওঠার সুযোগ রয়েছে। এজন্য জয়ের বিকল্প নেই। একই সঙ্গে চাইতে হবে যেন ডেনমার্কের সঙ্গে অস্ট্রেলিয়া যেন না জেতে। ডেনমার্ক জিতলে ও ফ্রান্সকে হারিয়ে তিউনিসিয়ারও পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব করা হবে।
এবারের বিশ্বকাপে একাধিক অঘটনের পর তিউনিসিয়াও তেমন কিছু করার প্রত্যাশা করতেই পারে। কিন্তু শক্তিমত্তায় আকাশপাতাল তফাতে থাকা আফ্রিকানরা কোনোভাবেই ফেভারিট না। তাছাড়া কোনোদিন ফ্রান্সের বিপক্ষে জিততে পারেনি তারা। চারবারের দেখায় দুটি জিতেছে ফ্রান্স, অন্যগুলো হয়েছে ড্র।